ফানেল তৈরী করতে গেলে যদি আপনাকে নিচের স্কিনশট এর মত দেখায় তাহলে কী করনীয় সেটা নিচে ধাপে ধাপে দেওয়া হল স্কিনশট সহ।
যদি ফানেল তৈরী করতে গেলে এমন দেখায় তাহলে ইতিমধ্যে আপনার একটি ফানেল তৈরী করা আছে তাই এমন দেখাচ্ছে।
আপনার আগে থেকে ফানেল তৈরী করা আছে কিনা সেটা দেখতে আপনি নিচের দেওয়া স্টেপ গুলো ফলো করুন।
প্রথমে মেনুতে যান
তারপর Manage Funnels এ ক্লিক করুন।
এরপর আপনি নিচের মত যদি স্কিনশট দেখতে পান তাহলে আপনার ফানেল তৈরী করা আছে আগে থেকেই।
এই ফানেল কে আপনি চাইলে Edit, Delete, View করতে পারবেন, এর জন্য নিচের দেওয়া স্কিনশট ফলো করুন।
Edit মানে হচ্ছে এই ফানেল এর নাম এবং ডোমেইন ইডিট করতে পারবেন।
ধরেন আপনার ফানেল এ যে ডোমেইন দিয়ে করা আছে এখন বর্তমানে সেটা দিয়ে মার্কেটিং করতে গেলে ফেসবুক থেকে লিংক ব্লক বা লিংক দিয়ে পোষ্ট করা যাচ্ছে না তখন আপনি ফানেল ইডিট করে নতুন ডোমেইন সিলেক্ট করবেন, এবং সেভ করবেন। নিচের স্কিনশট এর মত।
এভাবে আপনি আপনার ফানেল গুলো ম্যানেজ করতে পারবেন। ধন্যবাদ
[ 5 Out of 6 Found Helpful ]