ফানেল এ নতুন লিংক কিভাবে এড করবো?

Posted on 2025-02-05 Updated on 2025-02-05

আপনার আগে থেকে তৈরী করা ফানেল এ যদি নতুন করে আরো লিংক যোগ করতে চান তাহলে নিচের দেওয়া স্কিনশট ফলো করুন,

প্রথমে Manage Funnels ক্লিক করুন, কিভাবে যাবেন নিচের স্কিনশট দেখুন




এভাবে আপনি Manage Funnels এ যাবেন।


এবার আপনি প্লাস (+) বাটনে ক্লিক করুন।


+ এ ক্লিক করে View এ ক্লিক করুন


ভিউ এর ক্লিক করার পর নিচের দেওয়া স্কিনশট এর মত দেখতে পারবেন।


এখন আপনি এড নিউ লিংক এ ক্লিক করবেন



এড লিংক এ ক্লিক করলে এমন দেখাবে



এখন ফরম টি ফিলাপ করেন, আপনার নতুন লিংক কান্ট্রি, ক্লকিং এ ১ অথবা ২ দিবেন। এবং শেষে সেভ লিংক এ ক্লিক করবেন, এভাবেই আপনি আপনার ফানেল এ নতুন লিংক এড করতে পারবেন। ধন্যবাদ

Found this article helpful?

[ 11 Out of 11 Found Helpful ]