নতুন ফানেল তৈরী করার নিয়ম

Posted on 2025-02-05 Updated on 2025-02-05

GogoTu তে যখন আপনার একাউন্ট করা হয়ে যাবে তখন আপনি নতুন ফানেল তৈরী করতে পারবেন, ফানেল তৈরী করার জন্য প্রথমে আপনার একাউন্ট লগিন করুন এবং নিচের দেওয়া স্টেপ গুলো ফলো করুন, স্কিনশট আকারে দেওয়া হল।


Screenshots:

প্রথমে ফানেল এর মধ্যে যেতে হবে, ফানেল এ যাওয়ার জন্য নিচের স্কিনশট গুলো ফলো করুন।



ফানেল তৈরী করার জন্য এই ফরম গুলো পুরন করুন, ফানেল এর নাম এর জায়গায় আপনি চাইলে যে কোন কিছু দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার নাম ও দিতে পারেন।

এর পর আপনাকে ডোমেইন সিলেক্ট করতে হবে। নিচের স্কিনশট এর মত করে যে কোন একটা ডোমেইন সিলেক্ট করুন।


এরপর আপনার মার্কেটিং লিংক এখানে সাবমিট করুন, নিচের স্কিনশট এর মত করে


যদি আপনি একেরে অধিক লিংক এড করতে চান তাহলে নিচের দেওয়া স্কিনশট ফলো করুন,



ADD LINK বাটনে ক্লিক করুন, এবং লিংক এড করুন।

লিংক এড করার পর Create বাটনে ক্লিক করে ক্রিয়েট করুন। নিচের স্কিনশট এর মত করে।


এরপর আপনাকে সাকসেস মেসেজ দেখাবে নিচের স্কিনশট এর মত, যদি কোন ভুল থাকে তাহলে এটা দেখাবে না।


এভাবে একটি ফানেল আপনি তৈরী করতে পারবেন। ধন্যবাদ

Found this article helpful?

[ 7 Out of 7 Found Helpful ]