Home GogoTu লগিন হচ্ছে না কী করবো? Article
আপনি যদি আপনার GogoTu একাউন্ট এর পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে আপনি আপনার পাসওয়ার্ড ফরগট বা রিসেট করে নিতে পারবেন।
পাসওয়ার্ড ফরগট করার জন্য আপনাকে প্রথমে Gogotu তে যেতে হবে, এরপর আপনাকে লগিন এ যেতে হবে, এরপর আপনাকে লগিন ফর্ম এর নিচের দিকে Forgot Password দেখতে পারবেন, এখানে ক্লিক করে আপনি যে ইমেইল দিয়ে GogoTu তে একাউন্ট করেছিলেন ঐ ইমেইল টি এখানে দিবেন, দিয়ে Send Password Reset Email এই বাটনে ক্লিক করতে হবে। নিচের কিছু স্কিনশট দেওয়া হল
স্কিনশট:
এবার আপনাকে লগিন পেইজ এ নিয়ে যাবে, এবং আপনি আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে লগিন করে নিন। ধন্যবাদ
[ 4 Out of 4 Found Helpful ]